ইছাহাক আলী, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
অর্থ সংকটে যথাযথ চিকিৎসার অভাবে মারাত্মক শারীরিক ক্ষতির আশংকায় রয়েছেন পবিত্র কুরআনের হাফেজ মোঃ ইউসুফ আলী (২২)। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সন্তোষা গ্রামের হাফেজ মোঃ ইউসুফ আলীর হিপ জয়েন্টে সমস্যা। দীর্ঘদিন ধরে তিনি এই সমস্যায় ভুগছেন। তার হিপ রিপ্লেসমেন্ট সার্জারী প্রয়োজন। ইতোমধ্যে তার একটি অপারেশন জাতীয় অর্থোপেডিক পূর্ণবাসন প্রতিষ্ঠান (নিটোর) এ সম্পন্ন হয়েছে। নিটোর ছাড়াও বিভিন্ন চিকিৎসালয়ে তিনি চিকিৎসা নিয়েছেন। এজন্য ইতোমধ্যে তার ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
চিকিৎসক জানিয়েছেন হাফেজ মোঃ ইউসুফ আলীর আরও একটি অপারেশন আগামী ১-২ মাসের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। তার বাম পা বাকা হয়ে ছোট হয়ে যাচ্ছে।
পরিবার সূত্রে জানা যায় তিনি যথাযথ চিকিৎসা না পেলে পঙ্গু হয়ে যাবেন মর্মে জানিয়েছেন চিকিৎসক। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় তিন লক্ষ টাকা। খোজ নিয়ে জানা যায় তার পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই। গরিব এই পরিবারের বসতভিটা ও নদীতে বিলীন হয়ে গেছে।
অসুস্থ হাফেজ মোঃ ইউসুফ আলীর পরিবারের সদস্য সং খ্যা আট। কর্মক্ষম ব্যক্তি তার বড় ভাই ইসমাইল হোসেন একজন কৃষক।
চিকিৎসাভাবে পঙ্গুত্বের আশংকায় দুশ্চিন্তায় দিন পার করছেন হাফেজ মোঃ ইউসুফ আলী ও তার পরিবারের সদস্যরা। তারা হাফেজ মোঃ ইউসুফ আলীর সুচিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবানদের নিকট সাহায্য কামনা করেছেন।
অসুস্থ হাফেজ মোঃ ইউসুফ আলীর বড় ভাই ইসমাইল হোসেন বলেন, আমার ছোট ভাই একজন কুরআনের হাফেজ। তিনি বেশ কিছুদিন আগে নিজ এলাকায় ইমামতি করতেন। এখন সে হাঁটতে পারে না। তার এখন একটা সপ্ন, সে আগের মতো আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়।