Dark Mode Light Mode

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

আব্দুল আওয়াল, এনায়েতপুর সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে।
(৯ জুন) সোমবার এনায়েতপুর থানা অন্তর্গত শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নুরনবী মিয়া। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার মজলিসে শূরা সদস্য শাহজাদপুর উপজেলা আমির সিরাজগঞ্জ সংসদীয় আসন ছয় এর জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতের আমির চিকিৎসক মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা জামায়াতের মজলিস শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন সবুজ,
এনায়েতপুর থানা সাংগঠনিক সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক চিকিৎসক মোঃ ইদ্রিস আলম, ওয়ার্ড সেক্রেটারি মোঃ সাহেব আলী প্রমূখ। এসময় বক্তাগন বলেন জামায়াতে ইসলামীর অফিস শুধু রাজনৈতিক অফিস নয়, জামায়াতের অফিস মানে একটি শিক্ষা প্রতিষ্ঠান, জামায়াতের অফিসে মানুষ আসবে বসবে এখান থেকে সৎ যোগ্য ন্যায় নিষ্ঠ চরিত্রবান মানুষ তৈরির প্রচেষ্টা চালানো হবে।

Previous Post

যমুনার পানিতে ডুবে যাচ্ছে বেতিল গ্রামের বসতভিটা।

Next Post

এনায়েতপুর ফ্রি মেডিকেল ক্যাম্প