আব্দুল আওয়াল,
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এনায়েতপুরে জামায়াতের নেতাকর্মীরা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো: সাইফুল ইসলাম এর কবর জিয়ারত করেছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে । এই বিদ্রোহে মর্মান্তিক হত্যাকাণ্ডে শহীদ হন এনায়েতপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল মো: সাইফুল ইসলাম। তাকে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন এর নিজ গ্রাম চউবাড়িয়াতে দাফন করা হয়। গতকাল পিলখানা হত্যাকাণ্ডের এই দিনে জাতীয় শহীদ সেনা দিবসে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো: সাইফুল ইসলাম এর কবর জিয়ারত করেছেন। এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক হাজী আনোয়ার হোসেন, জালালপুর ইউনিয়ন আমীর ইউসুফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা জানিয়েছেন, কবর জিয়ারতে জামায়াতের নেতাকর্মীদের সাথে শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো: সাইফুল ইসলাম এর পরিবারের সদস্যগণ ও স্থানীয় অধিবাসীরাও অংশগ্রহণ করেন। জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে নিয়ে শহীদ লেফটেন্যান্ট কর্নেল মো: সাইফুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।