Dark Mode Light Mode

এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতার মৃত্যু 

ইনসেটে নিহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন ইনসেটে নিহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন
ইনসেটে নিহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সেক্রেটারি ছিলেন।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

স্থানীয় বিএনপির নেতারা জানান,মঙ্গলবার (১৭ মার্চ) এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করে রওশন আলী মেম্বার। একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে আব্দুল করিম মোল্লা। আধিপত্য নিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য একে অপরকে দোষারোপ করছে বিএনপির দুই গ্রুপ।

আহত ব্যক্তিরা হলেন সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), এনায়েতপুর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪২), এনায়েতপুর থানা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তালেব (৪০) ও মুকুল সিকদার (৫০)।

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাধে বুধবার ১৮ মার্চ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কেজির মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানি জানান, গতকাল মঙ্গলবার সন্ধায় বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ সিরাজগঞ্জে আনা হচ্ছে। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Previous Post
মহান বদর দিবস

১৭ রমজান মহান ঐতিহাসিক বদর দিবস আজ

Next Post

ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২দিন ব্যাপী সাথী শিক্ষাশিবির২০২৫ অনুষ্ঠিত