আল আমিন হোসেন,স্টাফ রিপোর্টার
বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াহিদুজ্জামান এর আহব্বানে সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফুটানি মার্কেট-সুইজগেইট এলাকায়
ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।
আল আমিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এতে বক্তব্য রাখেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডাঃ সেলিম রেজা, বিএনপির স্থানীয় ওয়ার্ড সভাপতি জেলহজ, এনায়েতপুর হাট সমিতির সহ-সভাপতি মুক্তার হাসান, ব্যবসায়ী আলম হোসেন, আই সিএল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, প্রভাষক জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি জুলফিকার আলী ও ব্যবসায়ী আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুলা সোলাকুড়া থেকে এনায়েতপুর হাই স্কুল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ দেড় যুগেও সংস্কার হয়নি। যে কারণে এ অঞ্চলের শিক্ষার্থী-ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মা