Dark Mode Light Mode

এনায়েতপুর ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আব্দল আওয়াল,স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ

আজ এনায়েতপুর থানা ছাত্রদলের উদ্যোগে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হোসেন সোহাগ, খামারগ্রাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহীন রেজা, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু তালেব মোল্লা, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আকিব মীর, খামারগ্রাম ডিগ্রি কলেজে ছাত্রদলের সেক্রেটারি রজব আলী প্রমূখ।
বক্তারা বলেন, ধর্ষণকারীরা কোন দলের নয়। ধর্ষকরা কুলাঙ্গার তাদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুততার সাথে বিচার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।
তারা আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তার নির্দেশে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে খুন, গুম, রাহাজানিসহ নানা ধরনের নৈরাজ্য তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশবাসী এ ব্যাপারে সজাগ রয়েছে। জুলাই অভ্যুত্থান এর মতই ছাত্রজনতা একতাবদ্ধভাবে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তারা বর্তমান সরকারকে ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

Previous Post

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next Post

এনায়েতপুরে জামায়াতে ইসলামী আলচনা সভা ও ইফতার মাহফিল