Dark Mode Light Mode

চ্যাম্পিয়নস ট্রফিঅবিশ্বাস্য জাদরানে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

জাদরানের সেঞ্চুরিতে আফগানদের বড় সংগ্রহ

হারলেই টুর্নামেন্ট থেকে বাদ, দুই দলের সামনে সমীকরণ এটাই। লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড লড়াই যেন কার্যত নকআউট ম্যাচ। এই ম্যাচেই জ্বলে উঠলেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। তার রেকর্ড গড়া ১৭৭ রানের অনবদ্য ইনিংসে ইংল্যান্ডকে ৩২৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানরা।

বাঁচা মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল আফগানরা। ১১ রানেই ওপেনার গুরবাজকে হারায় তারা। ৩৭ রানের মাঝে পড়ে আরও দুই উইকেট। ধুঁকতে থাকা দলকে সামলেছেন জাদরান ও শহিদি জুটি। দারুণভাবে ইংলিশ বোলারদের সামলে দলের স্কোর ১০০ পার করেছেন তারা।

১০৩ রানের জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন জাদরান। হাফ সেঞ্চুরির কাছে গিয়েছিলেন শহিদিও। ৪০ রান করা শহিদি আদিল রশিদের বলে ফিরলে ভাঙে জুটি।

শহিদি ফিরলেও জাদরানকে দারুণ সঙ্গ দিয়েছেন ওমরজাই ও নবী। এই দুজনকে পাশে পেয়েই জাদরান পেয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি নয়, জাদরান ছাড়িয়ে গেছেন ১৫০ রানও। নবী করেছেন ৪০ রান, ওমরজাই ফিরেছেন ৪১ রানে।

ইনিংসের শেষ ওভারে লিভিংস্টোনের বলে প্যাভিলিয়নে ফেরার আগে জাদরান করেছেন ১৪৬ বলে ১৭৭ রান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আফগানদের হয়েও ওয়ানডেতে এটি ব্যক্তিগত সর্বোচ্চ।

শেষ পর্যন্ত ৫০ ওভারে আফগানরা করেছে ৭ উইকেটে ৩২৫ রান। ইংল্যান্ডের হয়ে সেরা বোলার জফরা আর্চার। তিনি নিয়েছেন ৬৪ রানে ৩ উইকেট।

Previous Post

দেবিদ্বারে আন্তঃজেলার ডাকাত চক্রের তিন ডাকাত আটক…..

Next Post

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পে মো. মাহফুজ আলম।