স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ঃ
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার আওতাধীন ১৩ নং জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদস্য মোঃ আঃ রশিদ সরকার এর প্রাথমিক সদস্য পদ সহ বিএনপির সকল পদ স্হগিত করা হয়েছে।
শুক্রবার (২রা মে) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত আছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।