Dark Mode Light Mode

দেবিদ্বারে আন্তঃজেলার ডাকাত চক্রের তিন ডাকাত আটক…..

ভ্রাম্যমাণ প্রতিনিধি কুমিল্লাঃ
কুমিল্লার দেবিদ্বারে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে তিন ডাকাত সহ একটি মিনি ট্রাক আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রজাপতি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দিবাগত রাত ২:৩০ মিনিটের সময় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সহ একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। তাদেরকে আটক করেন দেবিদ্বার থানা পুলিশ। আটককৃতরা হলেন, ১। চাঁদপুর জেলার সিদ্দিকুর রহমানের ছেলে খলিলুর রহমান, ২।কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার পুনকাড়া গ্রামের লতিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম, ৩। কুমিল্লার চান্দিনা থানার মহিশাল হোসেনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাহ আলম।

দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে বুধবার মধ্যরাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। এএসআই বাকের হোসেনের নেতৃত্বে পুলিশের ফোর্স নিয়মিত টহল চলাকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি বাজারে সন্দেহভাজন একটি পিকআপ দেখে থামানোর জন্য বললে পিকআপ চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। পরে পিছন থেকে ধাওয়া করে পিকআপটি আটক করার সময়  অজ্ঞাত ৬/৭ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিন ডাকাতকে আটক করে গাছে বেঁধে রাখে গ্রামবাসী। পরে পিকআপে তল্লাসী চালিয়ে ৪টি রামদা, ১টি কিরিচ, ৩টি পাইপ, ১টি লোহার রড ও রশি উদ্ধার করা হয়। এদের মধ্যে ডাকাত জহিরুল ইসলামের নামে ১৯টি, শাহাআলমের নামে ৮টি এবং খলিলুর রহমান নামে ৭টি ডাকাতি -চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।

বিষয় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দীন ইলিয়াস জানান, ডেভিল হান্ট অভিযানে চলমান বড়শালঘর প্রজাপতি বাজারে দুর্ধর্ষ ডাকাতি প্রস্তুতি অবস্থায় আমরা তাদেরকে গ্রেফতার করি। তাদের উভয়ের নামে বিভিন্ন জেলায় ও থানায় ৩২টি মামলা রয়েছে।

Previous Post

আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যে ৩ টি আমল

Next Post

চ্যাম্পিয়নস ট্রফিঅবিশ্বাস্য জাদরানে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান