Dark Mode Light Mode

দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১)। তিনি ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন।

আজ শুক্রবার স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে ধরেন শিক্ষার্থীরা।

ধরা খাওয়ার পর ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।’

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে ধরেছি। পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে ধরে রাখে। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে কথা বলে তাকে আমরা পুলিশে সোপর্দ করি।

Previous Post

বৈষম্যবিরোধী ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে-ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Next Post

সারা দেশে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার