শরীফুল ইসলাম
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
যেতে নাকি দেব হায়,তবু যেতে দিতে হয়” এই স্লোগানে চৌহালী উপজেলার এনায়েতপুরে অবস্থিত ধুলিয়াবাড়ী হাজী আঃ কদ্দুছ জুনিয়র হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“ধুলিয়াবাড়ী হাজী আঃ কদ্দুছ জুনিয়র হাইস্কুলের” মাঠে সকাল ১০.০০ ঘটিকার সময়ে ধুলিয়াবাড়ী হাজী আঃ কদ্দুছ জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান আলী’র পরিচালনায় ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাজী আঃ কদ্দুছ সরকারের সভাপতিত্বের সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেন স্কুলের সিনিয়র শিক্ষার্থীরা।বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়।
এ সময় বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ও অতিথি মন্ডলীরা।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাজী আঃ কদ্দুছ সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোঃ সেলিম রেজা অধ্যক্ষ খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রওশন ইয়াজদানী অফিসার ইনচার্জ এনায়েতপুর থানা।
জনাব মোঃ মাসুদ রানা সভাপতি এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লিঃ।
মোঃ আব্দুল খালেক সহ-সভাপতি অত্র বিদ্যালয়।
মোঃ মীর মোশাররফ প্রধান শিক্ষক ধুলীয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখা ও সেক্রেটারি এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতি লিঃ প্রমুখ আরও অনেকে উপস্হিত ছিলেন।