Dark Mode Light Mode

প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে জরিমানা গোনার পর গোল করে দলকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক

একই ম্যাচে দুজনে গোল করে অনেকবার দলকে জিতিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এবার এক ম্যাচে জরিমানাও গুনলেন ইন্টার মায়ামির এই দুই তারকা। সেটা আবার একই ধরনের ভুলের জন্য।

২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে মেসি নিউইয়র্ক সিটির কোচ ও সুয়ারেজ এক খেলোয়াড়ের ঘাড়ে হাত দেওয়ার শাস্তি পেয়েছেন। মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাদের অর্থ জরিমানার সিদ্ধান্ত জানিয়েছে। যদিও টাকার পরিমাণটা জানানো হয়নি।
সেদিন ম্যাচের শেষ বাঁশির পর হলুদ কার্ড পাওয়া মেসি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। রেফারি আলেক্সিস দা সিলভার সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণে তিনি হলুদ কার্ড দেখেন। মেসি নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে কী যেন একটা বলছিলেন, তখন দুজন মায়ামি সহকারী কোচ তাকে থামানোরও চেষ্টা করেন। এই চেষ্টায় তারা প্রাথমিকভাবে সফলও ছিলেন, মেসি প্রথমে হাঁটতে শুরু করেন।

কিন্তু পরে আবার বালুশির দিকে ফিরে যান। তিনি তাঁর ডান হাত বালুশির ঘাড়ে রাখেন এবং জোরে চেপে ধরেন। যা লিগে প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা লঙ্ঘন।

নিউইয়র্ক সিটির বিপক্ষে ওই ম্যাচেরই অন্য এক ঘটনায় ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজকেও জরিমানা করা হয়েছে। ম্যাচের প্রথমার্ধ শেষে নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসার ঘাড় পেছন থেকে চেপে ধরেছিলেন সুয়ারেজ। ম্যাচটিতে মায়ামি জিততেও পারেনি। শেষ মুহূর্তে গোল করে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসিরা।

Previous Post

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

Next Post

দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: আসিফ মাহমুদ