Dark Mode Light Mode

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সংহতি জানিয়ে এনায়েতপুরে মানববন্ধন

আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ)
আজ এনায়েতপুরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক’ এর সাথে সংহতি প্রকাশ করে এনায়েতপুরের তাওহীদী জনতা মানববন্ধন করেছে। আজ সকালে এনায়েতপুর কেজির মোড়ে প্রেসক্লাবের সম্মুখে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগণ ফিলিস্তিনে হামলার নিন্দা জানিয়ে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।
উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন এনায়েতপুর ইসলামীয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আঃ গফুর, ছাত্রনেতা আব্দুস সালাম, যুবনেতা ফরিদ আহম্মেদ, ছাত্র সংগঠক মাসুদ রানা, ছাত্রনেতা জাহিদ হাসান, শিক্ষক আল আমিন হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, বিশ্বের সকল মুসলিমকে ফিলিস্তিনের পাশে থাকতে হবে। মুসলিম বিশ্বকে ইসরায়েলী বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ফিলিস্তিনিদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। ফিলিস্তিনের বিজয় আসবেই ইনশা আল্লাহ। বক্তাগণ হামলাকারী ইসরায়েলীদের বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদানের দাবী করেন। তারা গণহত্যাকারী ইসরায়েলী পণ্য বয়কট করার আহবান জানান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মোঃ আঃ হামিদ, সাবেক যুবনেতা আতাউর রহমান আতা, শিক্ষক ইমদাদুল হক, নিউজ পোর্টাল রিপোর্টার ইসহাক হোসেন রুবেল, ব্যবসায়ী হারুন ব্যাপারী।

Previous Post

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা

Next Post

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষ্যে সাথী সমাবেশ অনুষ্ঠিত