Dark Mode Light Mode

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

যমুনা বার্তা যমুনা বার্তা
যমুনা বার্তা

আব্দুল আওয়াল, এনায়েতপুর, (সিরাজগঞ্জ):
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার মাধ্যমে গণহত্যার প্রতিবাদে আজ এনায়েতপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এনায়েতপুর হাট জামে মসজিদ সামনে থেকে শুরু হয়ে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রচুর সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে বক্তব্য প্রদান করেন
বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার
সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস এনায়েতপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা যাকারিয়া হুসাইন সিরাজী প্রমুখ।
বক্তাগণ ইসরায়েল ফিলিস্তিনে বর্বর হামলার জন্য জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান। বক্তাগণ বলেন, ফিলিস্তিনে মুসলমানরা একদিন বিজয়ী হবে ইনশা আল্লাহ।

Previous Post

সিরাজগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষ্যে সাথী সমাবেশ অনুষ্ঠিত

Next Post
যমুনা বার্তা

সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন