চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় চাপে পড়ে গেছে আফগানিস্তান ও ইংল্যান্ড।
দুই দলই তাদের প্রথম ম্যাচ শুরু করেছে হার দিয়ে। আজ তারা মুখোমুখি। ফলে আজ যে দল হারবে, তাদেরই বিদায় নিশ্চিত হয়ে যাবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাঁচামরার এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
ইংল্যান্ড একাদশ
ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
আফগানিস্তান একাদশ
ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নুর আহমেদ, ফজলহক ফারুকি।