প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ
( রোববার ১ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন।বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেলো দলটি। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
রায় শেষে প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেলো আলহামদুলিল্লাহ । রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল ফ্যাসিষ্ট সরকার । আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রের পথ আবারো উন্মুক্ত হয়েছে এবং বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ,গোত্র, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জাতি ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বেচেনিবো।