Dark Mode Light Mode

যমুনা নদীতে অসংখ্য চর ডুবোচর জেগে ওঠায় নৌ চলাচলে ব্যাহত

মোঃমতিয়ার রহমান

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এছাড়া নদীর মাঝে নতুন নতুন চর জেগে ওঠায় পণ্যবাহী নৌকা, জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।

শুষ্ক মৌসুমে যমুনায় নাব্যতা হ্রাস পাওয়ায় এখন প্রস্থ দুই কিলোমিটার। যা বর্ষায় থাকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার। যমুনা নদীর বুক জুড়ে কৃষকরা এখন সরিষা, বোরো ধান, ভুট্টা খেসারী কালাই ও চিনাবাদামসহ বিভিন্ন ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে যমুনা নদীতে নেমে আসে বালুপ ফলে নদীর মাঝে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে প্রতিবছর। একারণে বর্ষায় যমুনার পানি ফুলে ফেপে উঠে পূর্ব ও পশ্চিম পাড়ে তীব্র নদী ভাঙন দেখা দেয়। অপরদিকে শুষ্ক
মৌসুমে নদীর নাব্যতা

Previous Post

ধুলিয়াবাড়ী হাজী আঃ কদ্দুছ জুনিয়র হাইস্কুলে বাৎসরিক দোয়া ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

Next Post

জামায়াত নেতা এটি এম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার