Dark Mode Light Mode

সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা

মোঃ আল আমিন হোসেন , এনায়েতপুর (সিরাজগঞ্জ):

আজ (৫এপ্রিল) সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার শহীদ হাফেয সিয়াম অডিটোরিয়ামে এই নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিশের শূরা সদস্য, শাহজাদপুর উপজেলা আমির, সিরাজগঞ্জ সংসদীয় আসন “ছয়” জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলা মজলিশ শূরা সদস্য এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী আমির ডা: মাওলানা মোঃ সেলিম রেজা, থানা নায়েবে আমির মাওলানা আঃ গফুর , এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এনায়েতপুর থানা শাখা সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ যুবায়ের হোসেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমির হামজা, আব্দুর রাজ্জাক , খুকনি ইউনিয়ন আমির মাওলানা আঃ হক প্রমূখ । এসময় বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত “পনের বছরে ” এদেশের জনগনের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, বিগত সময়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেনি। আগামী সকল নির্বাচনে ভোটাররা আনন্দ মুখোর পরিবেশে ভোট প্রধান করতে পারে এই পরিবেশ তৈরি করে দিতে হবে ড.ইউনুস সরকারকে। সেই সাথে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন সহ সকল স্তরে নির্বাচনে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ।

Previous Post

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী।

Next Post

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকে সংহতি জানিয়ে এনায়েতপুরে মানববন্ধন