আল আমিন, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় বেসরকারি ভাবে বৃত্তি পরীক্ষায় শ্রেনীভিত্তিক ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বৃত্তি পরীক্ষায় সাফল্যের শীর্ষে। রবিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক ঘোষিত বৃত্তি পরীক্ষায় এনায়েতপুর থানায় সর্বমোট ৯ টি কিন্ডারগার্টেন গত নভেম্বরে পরীক্ষায় অংশ গ্রহণ করে ঐ ৯ টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ভালো ফলাফল করেন উক্ত প্রতিষ্ঠান। পরীক্ষায় অংশ গ্রহণ করেন সর্বমোট ৬৭ জন শিক্ষার্থী তাদের মধ্যে ২৩ জন পান ট্যালেন্টপুলে সাধারণ গ্রেডে অর্জন করেন মোট ৪৭ জন শিক্ষার্থী। এ অর্জনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন মূলত কঠোর পরশ্রমেই তাদের এ সাফল্য এসেছে। এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সহ সকলেই আনন্দিত।