শরীফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জ ঃ
২৫ বছর আগে ঠিক এই দিনে পহেলা বৈশাখের উৎসবে নতুন মাত্রা যোগ করে, সম্প্রচারে আসে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশন। এই বৈশাখে চ্যানেলটি ছুঁয়েছে রজতজয়ন্তীর মাইলফলক। দিনটিকে লক্ষ্য করে বিশেষ আয়োজন করেছে একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জা।
সোমবার সকালে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপিত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী, জাতীয় কারুশিল্প পদকপ্রাপ্ত তাঁতী তোফাজ্জল হোসেন বাবুল, প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল, সমাজসেবক আব্দুল খালেক শেখ, শিক্ষাবিদ আব্দুল মতিন মাস্টার, আতাউর রহমান আতা এবং সিনিয়র সাংবাদিক আরিফুল গনি লিমন।
বক্তারা বলেন, একুশে টেলিভিশনের ব্যতিক্রমী সংবাদ পরিবেশনা ও অনুষ্ঠানমালার মাধ্যমে দেশের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চ্যানেলটি আরও উচ্চতায় পৌঁছাবে।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উদযাপন করেন এবং দেশ ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করেন। অনুষ্ঠানের শেষাংশে ছিল বাঙালি ঐতিহ্যের খাবারের আয়োজন—গরম ভাত, ইলিশ মাছ ও বিভিন্ন ভর্তার বাহারি পরিবেশনা।