আল আমিন, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা বেতিল গ্রামে যমুনার পানিতে ডুবে যাচ্ছে বসত ভিটা। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, যে অসময়ে বন্যার পানি আসার কারণে বিভিন্ন ফসলের ক্ষেত, মাঠ, বসতবিটা রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।
মানুষের চলা চলসহ বিভিন্ন অসুবিধা হচ্ছে।সুস্থ ভাবে জীবন যাপন করতে নানা অসুবিধা দেখা দিচ্ছে।নিরাপদ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে গরিব ও অসহায়দের মাঝে।
স্থানীয় অসহায় মানুষের আবেদন বিত্তশালী মানুষের পাশে দারালে এ থেকে পরিত্রান মিলবে কিছু টা।