মোঃ আল আমিন,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখায় জুলাই আগষ্ট অদ্ভুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও এতিমদের সাথে খাবার গ্রহণ অনুষ্ঠানে থানা জামায়াতের আমির বলেন জুলাই আগস্ট এর গৌরব আমাদেরকে ধরে রাখতে হবে।
এই দেশে যাতে করে নতুন করে আর কেউ স্বৈরাচার হতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে।
জুলাই বিপ্লব ছিল জালিম স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন। যে আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদের ডাকে রাজপথে নেমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। অসংখ্য মায়ের বুক খালি করে শেখ হাসিনা এখন ভারতে পালিয়ে আছেন।তার শাস্তি দাবি করছি।
ওকে প্রোগ্রামে শহীদদের জন্য দোয়া ও যারা আহত আছেন তাদের সু চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান করা হয়।
থানা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রোগ্রামে উপস্থিত ছিলেন জামাতের সহকারি সেক্রেটারি মাওলানা জুবায়ের, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আমির হামজা। শিবিরের থানা সভাপতি মাসুদ রানা।শিবিরের সাবেক সেক্রেটারি মোঃ আল আমিন। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থীদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।