Dark Mode Light Mode
অর্থসংকটে চিকিৎসার অভাবে পঙ্গুত্বের পথে কুরআনের হাফেজ
তাঁত, ভ্যান-রিকশা, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্য সমাবেশ অনুষ্ঠিত

তাঁত, ভ্যান-রিকশা, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্য সমাবেশ অনুষ্ঠিত

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি

(৫ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে তাঁত, ভ্যান-রিকশা, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুরে ধুলিয়াবাড়ি হাজী আঃ কদ্দুস জুনিয়র স্কুল হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপত্বিত করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া অঞ্চল টিম সদস্য জনাব মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সভাপতি এ্যাডঃ মোঃ ছাইদুল ইসলাম খান, চৌহালী উপজেলা
ট্রেড ইউনিয়নের প্রধান উপদেষ্টা জনাব ডাঃ মোঃ সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ও ব্যবসায়ী নেতা চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন, তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম মন্ডল, রিক্সা ভ্যান ট্রেড ইউনিয়ন সভাপতি মোঃ নুর আলম, শ্রমিক নেতা শাহজালাল, ট্রেড ইউনিয়ন নেতা সবুজ আলী, আঃ হামিদ প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, ইসলামী শ্রম নীতি বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করা হয়। ওই আন্দোলন শ্রমিক ভাইদের পক্ষে রায় আসে। আরো বলেন যদি একটি ট্রেড ইউনিয়ন থাকে ওই টেড ইউনিয়নের কোন কর্মী যদি আহত হয়, অথবা তার সন্তানকে লেখাপড়া করাতে পারছেনা আবেদন করলে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেই সাথে শ্রমিক মালিক দর কষাকষি করতে পারবে এবং শ্রমিকরা অধিকার ফিরে পাবে।
ট্রেড ইউনিয়ন শ্রমিক ভাইদের জন্য একটি অগ্রণী ভূমিকা রাখবে। আরও বলেন ৭৫ থেকে ৮০ % ভোট শ্রমিক ভাইদের তাদের ভোট নিয়ে এ দেশের সরকার ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তাদের উপরে জুলুম করে। তাই আমাদেরকে আমাদের ভোট নষ্ট করা যাবে না। আমাদের ভোট দিয়ে ইসলামী সরকার গঠন করতে হবে।

Previous Post

অর্থসংকটে চিকিৎসার অভাবে পঙ্গুত্বের পথে কুরআনের হাফেজ